ভারতের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলে দাবি করলেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার।
সোমবার ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার সংশোধনাগার পরিদর্শনে এসেছিল জাতীয় এসসি কমিশনের একটি দল। তারপর সাংবাদিকদের তাঁরা জানান, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে শিগগির গ্রেফতারি পরোয়ানা জারি হতে চলেছে। অরুণ হালদার বলেছেন, নজিরবিহীন হলেও এই পথে হাঁটতে বাধ্য হচ্ছে কমিশন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বনগাঁ কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন চিকিৎসক সজল বিশ্বাস। নিয়ম আনুযায়ী ভোটে দাঁড়ালে সাময়িকভাবে চাকরি থেকে ইস্তফা দিতে হয়। অভিযোগ, ভোটের পর এই চিকিৎসক চাকরি ছাড়তে চেয়েছিলেন। সে ব্যাপারে যেমন স্বাস্থ্যভবন কোনও উচ্চবাচ্য করেনি। তেমনই তাঁকে চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে দাবি কমিশনের।
জাতীয় এসসি কমিশনের এও দাবি, এ ব্যাপারে এর আগে স্বাস্থ্য সচিবকে সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তার কোনও জবাব দেননি। অর্থাৎ তিনি গোটা বিষয়টিকে গুরুত্বহীন হিসাবে দেখাতে চেয়েছিলেন। এবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।
এ ব্যাপারে সংবাদ সংস্থা ‘দ্য ওয়াল’কে স্বাস্থ্য সচিব বলেন, “আমি জাতীয় এসসি কমিশনকে সম্মান করি। তাঁদের যা জানানোর জানিয়েছি। আবার যদি কিছু জানাতে হয় গাইডলাইনের মধ্যে থেকে আবার তা করব। এটা বিচারাধীন বিষয়। তাই এর বাইরে আমি আর কোনও মন্তব্য করব না।”