ভারতের রাজধানী দিল্লির মদ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জেলবন্দী। এবার ভারতের কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই এই একই মামলায় তলব করল দিল্লির মুখ্যমন্ত্রী তথা দিল্লিতে রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। নরেন্দ্র মোদী জমানায় এই প্রথম কোনও মুখ্যমন্ত্রীকে তলব করল সিবিআই।
আগামী রবিবার কেজরিওয়ালকে সিবিআই হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। কয়েক মাস আগে কেজরিওয়াল নিজেই আন্দাজ করেছিলেন সিবিআই তাঁকে ডাকতে পারে। আম আদমি পার্টির প্রধান সেই সময়ে ট্যুইট করে জানিয়েওছিলেন, “আমি জেলে যাওয়ার জন্য তৈরি”। কিন্তু সেই সময়ে তাঁকে কোনও নোটিস পাঠায়নি সিবিআই। এপ্রিলে এসে তাঁকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি।
অরবিন্দ কেজরিওয়াল সরকারের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জেলে যাওয়ার পর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। সামগ্রিকভাবে এই ধরপাকড়, ডাকাডাকি–এই সবকিছুকেই নরেন্দ্র মোদী, অমিত শাহদের প্রতিহিংসা হিসাবেই দেখছে আপ (আম আদমি পার্টি)। তবে মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো সাম্প্রতিক জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।
দিল্লির এই মদ দুর্নীতির ব্যপ্তি বিশাল বলে আদালতে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গোয়া পুলিশও এই মামলায় কেজরিওয়ালকে সমন পাঠিয়েছে। তাতে আবার বলা হয়েছে, ২৭ এপ্রিল তিনি যেন হাজিরা দেন। তারমধ্যেই ১৬ এপ্রিল কেজরিওয়ালকে ডেকে পাঠাল সিবিআই।
এর মধ্যে মদ দুর্নীতি মামলায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতা রাওকেও দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।