অ্যাকসেসিবিলিটি লিংক

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন-এর শান্তিনিকেতনের বাড়িতে উচ্ছেদ নোটিস ঝোলাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়


অমর্ত্য সেন-এর শান্তিনিকেতনের বাড়িতে উচ্ছেদ নোটিস
অমর্ত্য সেন-এর শান্তিনিকেতনের বাড়িতে উচ্ছেদ নোটিস

ভারতের পশ্চিমবঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন-এর মধ্যে জমিবিতর্ক আরও জটিল হয়ে উঠল। অমর্ত্য সেন বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন বলে আগেই অভিযোগ তুলেছেন বিশ্বভারতীয় বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, যে অবস্থানে এখনও অনড় রয়েছে কর্তৃপক্ষ। গত ২৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের শুনানিতে উপস্থিত ছিলেন না অর্থনীতিবিদ সেন। এরপরই বোলপুরে অমর্ত্য সেনের বাড়ি ‘প্রতীচী’-র গেটে উচ্ছেদের নোটিস লাগিয়ে দিয়ে যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই অভিযোগে পরিস্থিতি আগেই এমন জটিল হয় যে, এবছরের শুরুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে গিয়ে অমর্ত্য সেন-এর হাতে তাঁর বাড়ির দলিলপত্র তুলে দিয়ে আসেন। সেই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও মন্তব্য করেছিলেন উপাচার্য। যদিও তাতে জটিলতা বিন্দুমাত্র কমেনি। বরং মার্চের মাঝামাঝি নাগাদ অমর্ত্য সেনকে সরাসরি উচ্ছেদের নোটিস পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এর পাশাপাশি ২৯ মার্চ তাঁকে শুনানিতেও ডাকা হয়েছিল। যদিও সেদিন সেখানে যাননি নোবেলজয়ী অর্থনীতিবিদ।

এরপরই চরম সিদ্ধান্ত নেয় বিশ্বভারতী। সেদিনের শুনানিতে অমর্ত্য সেন না আসার কারণ দেখিয়ে ১৯৭১ সালের দখলদার উচ্ছেদ আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নিতে চলেছে বিশ্বভারতী। আগামী ১৯ এপ্রিল বেলা ১২টায় অমর্ত্য সেনকে ওই বিতর্কিত জমি থেকে উচ্ছেদ করা হবে বলে ঘোষণা করা হয়। এদিকে বিশ্বভারতী শুক্রবার এই নোটিস জারি করতেই কর্তৃপক্ষের নিন্দায় সরব হয়েছে বিশিষ্ট মহল। শুরু হয়েছে তুমুল বিতর্ক।

উল্লেখ্য, শুধু অমর্ত্য সেন নয়, এই উচ্ছেদ নোটিস পাঠানো হয়েছে নোবেলজয়ীর আইনজীবী গোরাচাঁদ চক্রবর্তীকেও। এছাড়াও সেই নোটিসের প্রতিলিপি গিয়েছে বীরভূম জেলার পুলিশ সুপার, বোলপুরের মহকুমা শাসক, বোলপুর এবং শান্তিনিকেতন থানায়। এর পাশাপাশি আগামী ২৯ এপ্রিল আরও একবার বিশ্বভারতীর এস্টেট অফিসারের কাছে শুনানির জন্য হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে অমর্ত্য সেন বা তাঁর কোনও প্রতিনিধিকে। যদিও অমর্ত্য সেন এই মুহূর্তে দেশের বাইরে থাকায় সেদিন হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানান তাঁর আইনজীবী।

XS
SM
MD
LG