ভারতের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলার শুনানি বৃহস্পতিবার অসম্পূর্ণ থাকল। ভারতের গুজরাট রাজ্যের সুরাতের আদালতে কয়েক ঘন্টা ধরে দু পক্ষের যুক্তির লড়াই চলার পর বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ২০ এপ্রিল। ফলে আপাতত আরও সাত দিন কংগ্রেস নেতার সাজা বহাল থাকল। সুরাতের সেশন আদালতে রাহুল গান্ধী সাজা মকুবের আর্জি জানিয়েছিলেন।
আজ সেশন আদালতের বিচারক রবিন মোগেরার এজলাসে সকাল সওয়া ১১টা নাগাদ শুনানি শুরু হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দু’পক্ষের বক্তব্য শোনেন বিচারক। রাহুল গান্ধীর আইনজীবী আরএস চিমা বলেন, সত্যের খাতিরে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ যদি সত্যি বলে ধরেও নেওয়া হয়, তার সাজার পরিমাণ কখনও দু বছর জেল হতে পারে না। এই সাজার কারণে রাহুল গান্ধীর সাংসদ পদ চলে গিয়েছে। অর্থাৎ বিতর্কিত মানহানির মামলায় তাঁর দ্বিগুণ সাজা হয়েছে।
অন্যদিকে, মামলকারী পূর্নেশ মোদীর আইনজীবী বলেন, কংগ্রেস-এর এই নেতার বিরুদ্ধে আরও দশ-বারোটি মানহানির মামলা ঝুলছে। দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য ২০১৯ এ তাঁকে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চাইতে হয়েছে। তারপরও তিনি শোধরাননি।