সোমালিয়ার পুলিশ বলছে, বুধবার ভোরে আল-শাবাব চরমপন্থীদের বিরুদ্ধে সরকারের অভিযানের কেন্দ্রস্থলে, একটি অঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়।
ভোরের নামাজের পর হিরণ অঞ্চলের মাহাস জেলায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ওসমান আবদুল্লাহি দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, "এটা এত জোরে ছিল যে শহর জুড়ে শব্দ শোনা গিয়েছে, আমি হামলায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করেছি, যাদের মধ্যে সৈন্য ও তাদের সাথে সাংবাদিকরাও ছিল।“
পুলিশ কর্মকর্তা মাহাদ আব্দুললে এপি-কে বলেন, বেসামরিক একটি এলাকায় গাড়িগুলো বিস্ফোরিত হয় এবং এতে কমপক্ষে ১০ জন নিহত হয়।
আল-শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।
মাহাস আল-শাবাবের বিরুদ্ধে চলমান সরকারী আক্রমণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি আল-কায়েদার সাথে জড়িত হাজার হাজার যোদ্ধার দল, যা বছরের পর বছর ধরে মধ্য ও দক্ষিণ সোমালিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণ করেছে। চলতি বছর একে পরাজিত করার অঙ্গীকার করেছে সরকার।
সোমালি সেনাবাহিনী, স্থানীয় মিলিশিয়াদের সাথে মিলে, সম্প্রতি দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা একটি গুরুত্বপূর্ণ সরবরাহ পথ মাহাসের জন্য খুলে দেয়।