“অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার” পরপর তৃতীয় সপ্তাহের মত বক্স অফিসে রাজত্ব করছে এবং সেটি স্তিমিত হওয়ার কোন আভাস দেখা যাচ্ছে না।
জেমস ক্যামেরনের “অ্যাভাটার” সিনেমার দীর্ঘ প্রতিক্ষীত এই সিকুয়্যেলটি, ছুটির এই সপ্তাহান্তে আনুমানিক ৬ কোটি ৩০ লক্ষ ডলার আয় করেছে, যা কিনা প্রায় গত সপ্তাহের সমান। এখনও পর্যন্ত সিনেমাটি অভ্যন্তরীণ বাজারে ৪০ কোটি ডলার এবং বিশ্বব্যাপী ১৩০ কোটি ডলারের বেশি আয় করেছে। “দ্য ওয়ে অফ ওয়াটার” ইতোমধ্যেই সারা বিশ্বে ১৫তম সর্বোচ্চ আয়ের সিনেমা হয়ে উঠেছে, এবং বর্তমানে প্রথম “ব্ল্যাক প্যানথার”এর ঠিক পেছনেই রয়েছে।
কমস্কোর-এর রবিবার প্রকাশিত তথ্য থেকে দেখা যায় যে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিভার্সাল এর “পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ” যা কিনা “শ্রেক” এর গল্পের ধারাবাহিকতা অবলম্বনে নির্মিত আরেকটি সিনেমা। “পুস ইন বুটস” এর আনুমানিক আয় ১ কোটি ৬০ লক্ষ ডলার। এদিকে তৃতীয় অবস্থানে রয়েছে ডিজনি নির্মিত “ব্ল্যাক প্যানথার: ওয়াকান্ডা ফরেভার”, যেটি প্রায় ৪৮ লক্ষ ডলার আয় করেছে।
সনি নির্মিত আত্মজীবনীমূলক “হুইটনি হিউস্টন: আই ওয়ানা ড্যান্স উইথ সামবডি” রিলিজ হওয়ার পর দ্বিতীয় সপ্তাহে আয় করেছে ৪২ লক্ষ ডলার। ব্র্যাড পিট ও মারগো রবি অভিনীত “ব্যাবিলন” পাঁচটি গোল্ডেন গ্লোব মনোনয়ন পাওয়া সত্ত্বেও দর্শকদের কাছে অজনপ্রিয়ই রয়ে গিয়েছে। প্যারামাউন্ট নির্মিত এই সিনেমাটি সেটির দ্বিতীয় সপ্তাহে মাত্র ২৭ লক্ষ ডলার আয় করতে পেরেছে, যা কিনা আগের তুলনায় ২৪% কম। গড়ে প্রতিটি লোকেশনে সেটি মাত্র ৮১৫ ডলার আয় করেছে। এর সাথে তুলনা করলে, টুয়েন্টিথ সেঞ্চুরী স্টুডিওস এর নির্মিত নতুন “অ্যাভাটার” সিনেমাটি গড়ে ১৫,০০০ ডলারেরও বেশি আয় করেছে।