অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম তীরে বসতি শীর্ষ অগ্রাধিকার: নেতানিয়াহু সরকার


সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী এবং লিকুদ পার্টির প্রধান বেঞ্জামিন নেতানিয়াহু জেরুজালেমে তার দলের সদর দফতরে ইসরাইলি সংসদ নির্বাচনের প্রথম বুথ ফেরত জরিপের ফলাফলের পর, তার সমর্থকদের সাথে কথা বলছেন। ২ নভেম্বর, ২০২২। (ফাইল ছবি)
সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী এবং লিকুদ পার্টির প্রধান বেঞ্জামিন নেতানিয়াহু জেরুজালেমে তার দলের সদর দফতরে ইসরাইলি সংসদ নির্বাচনের প্রথম বুথ ফেরত জরিপের ফলাফলের পর, তার সমর্থকদের সাথে কথা বলছেন। ২ নভেম্বর, ২০২২। (ফাইল ছবি)

বেঞ্জামিন নেতানিয়াহুর আগত কট্টরপন্থী সরকার বুধবার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণকে তার অগ্রাধিকারের তালিকার শীর্ষে রেখেছেন। এছাড়া তিনি অবৈধভাবে নির্মিত কয়েক ডজন ফাঁড়িকে বৈধ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার অতি-জাতীয় মিত্রদের সাথে জোট চুক্তির অংশ হিসাবে দখলকৃত অঞ্চলকে তিনি সংযুক্ত করবেন বলে জানিয়েছেন।

সরকারের শপথ নেওয়ার একদিন আগে প্রকাশিত কোয়ালিশন চুক্তিতে ধর্মীয় কারণে এলজিবিটিকিউ বা সমকামী লোকেদের বিরুদ্ধে বৈষম্যমূলক ভাষা সমর্থন করার পাশাপাশি, অতি-কট্টর পুরুষদের জন্য উদার উপবৃত্তিও অন্তর্ভুক্ত ছিল, যারা কাজের পরিবর্তে পড়াশোনা করতেই বেশি পছন্দ করে।

প্যাকেজটি নেতানিয়াহুর সরকারের জন্য একটি ঝড়ো সূচনা হতে পারে বলে প্রত্যাশিত ভিত্তি স্থাপন করেছিল। এটি ইসরাইলি জনসাধারণের একটা বড় অংশ এবং বিদেশে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্রদের সাথে মতবিরোধ সৃষ্টি করতে পারে।

১৯৬৭ সালে ইসরাইল গাজা ভূখণ্ড এবং পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে। ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে তাঁদের ভবিষ্যত স্বাধীন রাষ্ট্রের প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কয়েক দশক ধরে, ইসরাইল সেখানে কয়েক ডজন ইহুদি বসতি স্থাপন করেছে, যেখানে এখন প্রায় ২৫ লাখ ফিলিস্তিনির পাশাপাশি প্রায় ৫ লাখ ইসরাইলিও বসবাস করছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই ইসরাইলের পশ্চিম তীরে বসতি স্থাপনকে অবৈধ এবং ফিলিস্তিনিদের সাথে শান্তি প্রতিষ্ঠার পথে বাধা বলে মনে করে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই আগত সরকারকে এমন পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে, যা একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার নূন্যতম আশাকে ক্ষুণ্ন করতে পারে।

নেতানিয়াহুর নতুন সরকার – ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ধর্মীয় এবং কট্টরপন্থী - অতি-কট্টরপন্থি দল, পশ্চিম তীরের বসতি স্থাপনকারী আন্দোলন এবং তার লিকুদ পার্টির সাথে যুক্ত একটি অতি-ডান-আল্ট্রান্যাশনালিস্ট ধর্মীয় উপদল নিয়ে গঠিত। বৃহস্পতিবার তাঁর নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহুর মূল মিত্রদের মধ্যে বেশিরভাগই ধর্মীয় জায়োনিজম পার্টিসহ, অতিজাতীয়তাবাদী পশ্চিম তীরের বসতি স্থাপনকারী।

২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফিরে আসছেন। ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ এবং জালিয়াতির অভিযোগে বিচার চলাকালীন অবস্থায় তিনি কার্যভার গ্রহণ করবেন। যদিও, তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগগুলি তিনি অস্বীকার করেছেন।

নেতানিয়াহুর অংশীদাররা ব্যাপক নীতিগত সংস্কার চাইছেন, যা ইসরাইলি জনসাধারণের বিশাল অংশকে বিচ্ছিন্ন করতে পারে, ফিলিস্তিনিদের সাথে উত্তেজনা বাড়াতে পারে এবং দেশটিকে যুক্তরাষ্ট্র ও আমেরিকান ইহুদিদের সাথে সংঘর্ষের পথে নিয়ে যেতে পারে।

এদিকে, বাইডেন প্রশাসন বলেছে, তারা বসতি সম্প্রসারণের তীব্র বিরোধিতা করে এবং অতীতে এর জন্য ইসরাইলি সরকারকে তিরস্কার করেছে।

XS
SM
MD
LG