অ্যাকসেসিবিলিটি লিংক

টুইটারের নতুন সিইও নিয়োগের আগে পর্যন্ত ইলন মাস্ক ঐ দায়িত্ব পালন করবেন


ওয়াশিংটন ডিসিতে এই ফটো ইলাস্ট্রেশনে একটি ফোনের পর্দায় ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্টটি দেখানো হচ্ছে। ১৪ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।
ওয়াশিংটন ডিসিতে এই ফটো ইলাস্ট্রেশনে একটি ফোনের পর্দায় ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্টটি দেখানো হচ্ছে। ১৪ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।

মঙ্গলবার ইলন মাস্ক বলেছেন, যতক্ষণ না পর্যন্ত তাকে প্রতিস্থাপন করতে ইচ্ছুক এমন কাউকে পাওয়া যাচ্ছে, ততক্ষণ তিনি টুইটারের সিইও হিসেবে থাকার পরিকল্পনা করছেন।

এই বিলিওনিয়ারের অবৈজ্ঞানিক এক জরিপে লাখ লাখ টুইটার ব্যবহারকারী তাকে পদত্যাগ করতে বলার পর মাস্কের এই ঘোষণা আসে।

মাস্ক টুইটে বলেন, “সিইওর পদের দায়িত্ব নেয়ার মতো বোকা কাউকে পেলেই আমি পদ থেকে পদত্যাগ করবো!” “এর পরে আমি শুধু সফটওয়্যার এবং সার্ভার দল চালাবো।”

অক্টোবরের শেষ দিকে সান ফ্রান্সিসকো-ভিত্তিক টুইটারের দায়িত্ব নেয়ার পর থেকে সিইও হিসেবে মাস্ক ত্বরিৎ কিছু নিয়মনীতি জারি করেন যা প্রায়শই প্রত্যাহার করা হয়েছে বা পাবলিক হওয়ার পরে দ্রুত পরিবর্তন করা হয়েছে।

মাস্কের কিছু কাজ টুইটারের বিজ্ঞাপনদাতা এবং ব্যবহারকারীদের বিরক্ত করেছে। এর মধ্যে রয়েছে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই, কন্ট্রাকচুয়াল কন্টেন্ট মডারেটরদেরকে বরখাস্ত এবং টুইটারে ঘৃণামূলক বক্তব্য, শিশু নির্যাতন, আত্মহত্যা, নিজের ক্ষতি এবং অন্যান্য সমস্যা মোকাবিলা করার জন্য ২০১৬ সালে টুইটারের গঠিত ট্রাস্ট এবং নিরাপত্তা উপদেষ্টাদের একটি কাউন্সিল ভেঙে দেয়া।

মাস্ক স্পেসএক্স রকেট কোম্পানিরও পরিচালক। তিনি আগেই স্বীকার করেছেন যে, টুইটারের সিইও হিসেবে কাউকে পাওয়া কতটা কঠিন হবে।

পরিস্থিতি যেমন দাঁড়িয়েছে, মাস্ক এখনো মালিক হিসেবে টুইটারের ওপর তার অপ্রতিরোধ্য প্রভাব বজায় রাখবেন। নিয়ন্ত্রণ নেয়ার পরপরই তিনি কোম্পানির পরিচালনা পর্ষদকে বরখাস্ত করেন।

XS
SM
MD
LG