অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সীমান্ত শহরগুলো অভিবাসী আগমন শুরু হওয়ার আগেই চাপের মুখে


টেক্সাসের এল পাসো শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় ক্যাম্পিং করার সময় অভিবাসীরা সহায়তার জন্য অপেক্ষা করছে। ১৮ ডিসেম্বর, ২০২২।
টেক্সাসের এল পাসো শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় ক্যাম্পিং করার সময় অভিবাসীরা সহায়তার জন্য অপেক্ষা করছে। ১৮ ডিসেম্বর, ২০২২।

রবিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণের সীমান্ত শহর এল পাসো এবং মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ এই সপ্তাহে মহামারী যুগের অভিবাসন নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর দিনে ৫ হাজার জনের মতো নতুন অভিবাসী আগমনের জন্য জরুরি বাসস্থান, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে প্রস্তুত ছিল।

২০২০ সালের মার্চ মাস থেকে ২৫ লাখের বেশি অভিবাসীকে পারাপার থেকে বিরত রাখতে এই নিয়মটি ব্যবহার করা হয়েছে।

এল পাসো এবং হুয়ারেজ উভয় ক্ষেত্রেই অভিবাসীদেরকে সহায়তাকারী একটি ক্যাথলিক সংস্থা হোপ বর্ডার ইন্সটিটিউশনের পরিচালক ডিলান করবেট বলেন, ক্রমাগতভাবে পরিবর্তিত নীতিগুলো পরিকল্পনা করা কঠিন করে তুলছে।

শনিবার এল পাসোর মেয়র অস্কার লিজার আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় সহায়তার জন্য অতিরিক্ত স্থানীয় এবং রাষ্ট্রীয় সংস্থানের জন্য একটি জরুরি ঘোষণা জারি করেছেন।

কাউন্টি বিচারক সামানিয়েগো বলেছেন, এল পাসোর কর্মকর্তারা টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের কাছে এই অঞ্চলের জন্য ত্রাণ সহায়তার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠানোর একদিন পরে আদেশটি জারি করা হয়। তিনি আরও বলেন, চিঠিতে নতুন আগত অভিবাসীদের এবং যারা আসতে পারে তাদেরকে স্থানান্তরিত করতে সহায়তা করার জন্য ছিল, অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জন্য নয়।

রবিবার অ্যাবট, এল পাসো শহরের কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রোটেকশনকে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

অ্যাবট “অপারেশন লোন স্টার” এর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। এটি একটি নজিরবিহীন সীমান্ত প্রচেষ্টা। এর অধীনে অভিবাসীদের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস এবং ওয়াশিংটনের মতো তথাকথিত অভয়ারণ্য শহরগুলোতে পাঠানোর পাশাপাশি টেক্সাস-মেক্সিকো সীমান্তে রাষ্ট্রীয় সৈন্য এবং ন্যাশনাল গার্ডের ব্যাপক উপস্থিতি অন্তর্ভুক্ত রয়েছে।

XS
SM
MD
LG