অ্যাকসেসিবিলিটি লিংক

কেনিয়ার চেবেট এবং লোকেদি নিউইয়র্ক ম্যারাথন দৌড়ে জয়ী


কেনিয়ার শ্যারন লোকেদি নিউইয়র্ক সিটি ম্যারাথন নারী বিভাগে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করছেন। ৬ নভেম্বর, ২০২২।
কেনিয়ার শ্যারন লোকেদি নিউইয়র্ক সিটি ম্যারাথন নারী বিভাগে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করছেন। ৬ নভেম্বর, ২০২২।

রবিবার কেনিয়ার ইভান্স চেবেট এবং শ্যারন লোকেদি নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে জয়লাভ করেছেন।

চেবেট পুরুষদের দৌড়ে এবং লোকেদি তার অভিষেক দৌড়ে নারীদের মধ্যে প্রথম হয়েছেন।

চেবেট এই বছরের শুরুতে বোস্টন ম্যারাথন জিতেছেন।

চেবেটের এই বিজয় প্রতিযোগিতায় আমেরিকান পুরুষদের বিজয়ের খরা অব্যাহত রেখেছে। ২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের কোন দৌড়বিদ এ ম্যারাথনে জেতেনি।

এটি ছিল লোকেদির প্রথম ম্যারাথন। তিনি ইসরাইলের লোনাহ চেমতাই সালপেটার থেকে এগিয়ে থেকে ২ ঘণ্টা ২৩ মিনিট ২৩ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন।

২৮ বছর বয়সী এই যুবতী শেষ ২ মাইলে চেমতাই সালপেটার থেকে ৭ সেকেন্ডে এগিয়ে থেকে জেতেন এবং রেকর্ডের প্রায় ৫০ সেকেন্ড আগে দৌড় শেষ করেন।

এর এক ঘন্টা আগে পুরুষ এবং নারীদের হুইলচেয়ার দৌড় সমাপ্ত হয়। সেখানেও নতুন রেকর্ড তৈরি হয়।

৫১তম ম্যারাথন দৌড়ে অংশ নেয়া ৫০ হাজার দৌড়বিদের জন্য উষ্ণ আবহাওয়া আদর্শ ছিল না। মহামারীর পর প্রথমবারের মতো পুরোদমে এই ম্যারাথন অনুষ্ঠিত হলো। আয়োজকরা জানিয়েছেন, ২৬ দশমিক ২ মাইল (৪২ দশমিক ২ কিলোমিটার) রেসে ৯টি মিটিং স্টেশন ছিল এবং দৌড়ে অংশগ্রহণকারীদের জন্য সেখানে প্রচুর পানি, কলা এবং এনার্জি জেল মজুত ছিল।

অভিনেতা অ্যাশটন কুচার এবং চেলসি ক্লিনটনসহ কয়েকজন সেলিব্রিটি এই দৌড়ে অংশ নিয়েছিলেন। তারা টানা দ্বিতীয় বছরের মতো এটি সম্পন্ন করলেন। দুজনেই দাতব্য উদ্দেশ্যে এই দৌড়ে অংশ নেন।

XS
SM
MD
LG