অ্যাকসেসিবিলিটি লিংক

রাজনৈতিক সংকটের মধ্যেই ইসরাইলে আবার নির্বাচন


ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে হেবরনের ইহুদি বসতি কিরিয়াত আরবাতে একটি ভোট কেন্দ্রে ইসরাইলের সাধারণ নির্বাচনের দিনে একজন ইসরাইলি নারী ভোট দিচ্ছেন। ১ নভেম্বর, ২০২২।
ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে হেবরনের ইহুদি বসতি কিরিয়াত আরবাতে একটি ভোট কেন্দ্রে ইসরাইলের সাধারণ নির্বাচনের দিনে একজন ইসরাইলি নারী ভোট দিচ্ছেন। ১ নভেম্বর, ২০২২।

২০১৯ সাল থেকে পঞ্চমবারের মতো মঙ্গলবার ইসরাইলিরা জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছে। গত সাড়ে ৩ বছর ধরে দেশটিকে পঙ্গু করে দেয়া রাজনৈতিক অচলাবস্থা ভাঙার আশায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

যদিও জীবনযাত্রার ব্যয় বাড়ছে, ইসরাইলি-ফিলিস্তিনি উত্তেজনা বেড়েই চলেছে এবং ইরান একটি প্রধান হুমকি হিসেবে রয়ে গেছে। আবারও ভোটের প্রধান ইস্যু দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক নেতা বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার স্বাস্থ্যের অবস্থা। মধ্যপন্থী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড তার প্রধান প্রতিদ্বন্দ্বী। ল্যাপিড তাকে গত বছর ক্ষমতাচ্যুত করতে অবদান রেখেছিলেন।

এই ভোট একইরকম ফলাফলের পূর্বাভাস দিচ্ছেঃ অচলাবস্থা। কিন্তু একজন শক্তিশালী নতুন প্রতিদ্বন্দ্বী ফলাফল পরিবর্তনের সম্ভাবনা দেখাচ্ছে। ইতামার বেন-গভির নাম্নী শীর্ষস্থানীয় একজন ডানপন্থী রাজনীতিবিদের নাম সম্প্রতি জনমত জরিপে উঠে এসেছে। যদি তিনি নেতানিয়াহুকে জয়ী হতে সাহায্য করেন তবে তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর নীতিমালা চাইবেন।

ইসরাইলের খণ্ডিত রাজনীতিতে কোনো একক দল কখনো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি । সরকার পরিচালনার জন্য জোট গঠন করা প্রয়োজন। প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর সম্ভাব্য জয়ের জন্য চরমপন্থী অতি-জাতীয়তাবাদী এবং ধর্মীয় অতি গোঁড়া দলগুলোর সাথে একটি জোট প্রয়োজন।

তত্ত্বাবধায়ক নেতা হিসেবে তার স্বল্প মেয়াদে ল্যাপিড ইসরাইলে সফল এক সফরে প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বাগত জানান, গাজার জঙ্গিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত একটি সামরিক অভিযানে দেশটির নেতৃত্ব দেন এবং বৈরি দেশগুলোর মধ্যে একটি সমুদ্রসীমা নির্ধারণের জন্য লেবাননের সাথে একটি কূটনৈতিক চুক্তি স্বাক্ষর করেন।

ভোট গণনা শেষে সরকার গঠনের জন্য দলগুলোর হাতে আছে প্রায় ৩ মাস। যদি তারা সরকার গঠন করতে না পারে, তাহলে ইসরাইল ষষ্ঠ নির্বাচনের দিকে আগাবে।

XS
SM
MD
LG