অ্যাকসেসিবিলিটি লিংক

নরওয়ের জ্বালানী অবকাঠামোতে রুশ হুমকির শঙ্কা


নরওয়ের দ্য স্লেইপনার নামক একটি গ্যাস প্ল্যাটফর্ম, ১ অক্টোবর ২০২২। উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ সেটিকে পাহারা দিচ্ছে।
নরওয়ের দ্য স্লেইপনার নামক একটি গ্যাস প্ল্যাটফর্ম, ১ অক্টোবর ২০২২। উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ সেটিকে পাহারা দিচ্ছে।

নরওয়ের তেল ও গ্যাস শ্রমিকরা সাধারণত সমুদ্রে অবস্থিত তাদের প্ল্যাটফর্মগুলোতে উত্তর সাগরের আছড়ে পড়া ঢেউয়ের থেকে বেশি হুমকিদায়ক কিছু দেখেন না। তবে সাম্প্রতিককালে, তারা আরও দুশ্চিন্তাদায়ক দৃশ্য দেখছেন: তাদের উপরে আকাশে উড়তে থাকা অজ্ঞাত ড্রোন।

ইউরোপে জ্বালানীর প্রধান উৎস হিসেবে রাশিয়ার স্থলাভিষিক্ত হচ্ছে নরওয়ে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা মানববিহীন আকাশযানগুলো মস্কোর ক্রিয়াকলাপ। ড্রোনের এমন উড়াউড়ির সম্ভাব্য উদ্দেশ্য হিসেবে তারা গোয়েন্দাগিরি, নাশকতা ও ভীতিপ্রদর্শনকে উল্লেখ করেছেন।

সমুদ্রে অবস্থিত এই স্থাপনাগুলোর আশেপাশে পাহারা দিতে নরওয়ের সরকার যুদ্ধজাহাজ, উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ও জঙ্গিবিমান পাঠিয়েছে। ভূমিতে অবস্থিত পরিশোধনাগারগুলোর নিরাপত্তায় নরওয়ে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করেছে। সেগুলোর উপরেও ড্রোন উড়ার ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রী ইয়োনাস গার ষ্টার, নেটো মিত্রদেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর নৌবাহিনীকেও এই সমস্যা মোকাবেলায় সহায়তার অনুরোধ করেছেন, যেটি কিনা নরওয়ের বাইরে অন্যান্য দেশের জন্যও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

নরওয়ের বিশাল আয়ের উৎস এই সামুদ্রিক তেলের সামান্যই নরওয়ে নিজের ৫৪ লক্ষ বাসিন্দার জন্য ব্যবহার করে। বরং, তা ইউরোপের বিশাল অংশের জ্বালানী চাহিদা মেটায়। নরওয়ের প্রাকৃতিক গ্যাসও ইউরোপের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পণ্য।

ড্রোন দেখা যাওয়ায় গত সপ্তাহে বিমানবন্দর বন্ধ, এবং এক তেল পরিশোধনাগার ও একটি গ্যাস টার্মিনাল থেকে মানুষজনকে সরিয়ে আনা, ব্যাপকভাবে সেগুলোর কার্যক্রমকে ব্যাহত করে। তবে, ইউরোপে শীতকাল যতই এগিয়ে আসছে, ততই এমন দুশ্চিন্তা বেড়ে চলেছে যে, ড্রোনগুলো হয়ত ভবিষ্যতে গ্যাস সরবরাহ লাইনগুলোর জন্য আরও বড় হুমকি হয়ে উঠতে পারে। নরওয়ের সামুদ্রিক প্ল্যাটফর্মগুলো থেকে ৯,০০০ কিলোমিটার পাইপলাইন ব্রিটেন ও ইউরোপের মূল ভূখণ্ডের টার্মিনালগুলোতে গিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেন যুদ্ধ আরম্ভ হওয়ার পর থেকেই, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, রাশিয়া থেকে তাদের গ্যাস আমদানিকে নরওয়ের গ্যাসের মাধ্যমে প্রতিস্থাপন করেছে। নরওয়ে গতমাসে পোল্যান্ডে একটি নতুন বল্টিক পাইপলাইন চালুর মাত্র একদিন আগে নর্ডস্ট্রিম ১ ও ২ পাইপলাইনগুলোতে সন্দেহজনক নাশকতার ঘটনাটি ঘটে।

XS
SM
MD
LG