অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধা হত্যার অভিযোগ এনেছে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী


পশ্চিম তীরের নাবলুসের পুরাতন শহরে ফিলিস্তিনিরা একটি মোটরসাইকেলের চারপাশে জড়ো হয়। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ডেন অফ লায়ন্স-এর শীর্ষ যোদ্ধা তামের আল-কিলানি এই মোটরসাইকেলে লাগানো একটি বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে নিহত হন বলে জানিয়েছে গোষ্ঠীটি। ২৩ অক্টোবর, ২০২২।
পশ্চিম তীরের নাবলুসের পুরাতন শহরে ফিলিস্তিনিরা একটি মোটরসাইকেলের চারপাশে জড়ো হয়। ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ডেন অফ লায়ন্স-এর শীর্ষ যোদ্ধা তামের আল-কিলানি এই মোটরসাইকেলে লাগানো একটি বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে নিহত হন বলে জানিয়েছে গোষ্ঠীটি। ২৩ অক্টোবর, ২০২২।

রবিবার একটি ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী পশ্চিম তীরের একটি শহরের ভিতরে লক্ষ্যবস্তুতে হামলায় তার শীর্ষ যোদ্ধাদের একজনকে হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। হামলার জবাবে, চরম প্রতিশোধ নেবার প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি।

ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি হতাশা ও মোহভঙ্গ এবং ইসরাইলের সাথে তাদের কঠোর নিরাপত্তা সম্পর্কের কারণে গঠিত হয়েছিল ‘দ্য ডেন অফ লায়ন্স’ নামে তরুণ ফিলিস্তিনিদের একটি দল। তাদের শীর্ষ যোদ্ধা তামের আল-কিলানি পাশ দিয়ে হেঁটে যাবার সময় মোটরসাইকেলে লাগানো একটি বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে নিহত হন বলে জানিয়েছে তারা।

ইসরাইলি সেনাবাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দেশটির সামরিক বাহিনী গত বসন্তের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে রাত্রিকালীন অভিযান অব্যাহত রেখেছে। তারা বলছে, এই অভিযান জঙ্গি নেটওয়ার্কগুলিকে ধ্বংস করতে এবং আক্রমণগুলিকে ব্যর্থ করার একটি প্রচেষ্টা। তবে, অভিযানগুলি ওই এলাকায় উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

একজন ইসরাইলি সামরিক কর্মকর্তা বলেছেন, আল-কিলানি গত সপ্তাহে একটি মারাত্মক বন্দুক হামলার সাথে জড়িত ছিল, যাতে একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়।

কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় গোলাগুলি ও হামলা বেড়েই চলেছে এবং ক্রমশ তা মারাত্মক আকার ধারণ করেছে।

গত বসন্তে, ইসরাইলিদের বিরুদ্ধে ফিলিস্তিনি আক্রমণে ১৯ জন নিহত হওয়ার পর, পশ্চিম তীরে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এছাড়া সাম্প্রতিক হামলায় আরও বেশ কয়েকজন নিহত হয়।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম দখল করে। এরপর থেকে ফিলিস্তিনিরা তাদের প্রত্যাশিত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে সেই অঞ্চলগুলি পুনরুদ্ধারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

XS
SM
MD
LG