ড্রোন হামলার বিরুদ্ধে ইউক্রেনের শহরগুলোকে প্রতিরক্ষার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অঙ্গীকার করেছে ফ্রান্স। এছাড়াও ইউক্রেনের সৈন্যদের জন্য আরও বর্ধিত প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হবে। ফ্রান্স এমন ধারণাতে ছেদ ধরানোর চেষ্টা করছে যে রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার ক্ষেত্রে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো’র সরকার পিছিয়ে পড়েছে।
ফ্রান্সে সামরিক ইউনিটগুলোতে ২,০০০ পর্যন্ত ইউক্রেনীয় সৈন্যকে সংযুক্ত করা হবে। তারা কয়েক সপ্তাহ ধরে সামরিক প্রশিক্ষণ, লজিস্টিকস ও অন্যান্য চাহিদায় আরও বিশেষায়িত প্রশিক্ষণ এবং ফ্রান্সের সরবরাহকৃত সরঞ্জাম প্রশিক্ষণে থাকবেন। ল্য প্যারিসিয়েন-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টিয়েন লেকর্নু এমন কথা জানান।
ঐ মন্ত্রীকে উদ্ধৃত করে পত্রিকাটি বলে, “আমরা এমন বিষয়টি আমলে নিচ্ছি যে দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধটি হয়ত দীর্ঘদিন চলবে। নতুন প্রজন্মের একদল সৈন্যকে প্রশিক্ষণ দিতে হবে, যাতে এই দীর্ঘসময় টিকে থাকা যায়।”
ফ্রান্স এর আগেও তাদের সরবরাহকৃত সিজার স্বচালিত হাওইটজার ব্যবহারে ইউক্রেনের গোলন্দাজ সেনাদের প্রশিক্ষণ দিয়েছিল।
ঐ মন্ত্রী বলেন যে ইউক্রেনকে পাঠানোর জন্য ফ্রান্স যে ক্রোটেল আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যাটারিগুলো প্রস্তুত করছে, সেগুলো “ড্রোন ও আকাশ হতে বোমাবর্ষণের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ উপযোগী হবে।”
ফ্রান্সের হাতে এমন ১২টি ব্যাটারি রয়েছে বলে, মন্ত্রী জানান। তবে তার মধ্যে কয়টি ইউক্রেনকে দেওয়া হবে তা তিনি নির্দিষ্ট করে জানাননি। কিন্তু তিনি বলেছেন যে, “এটি এমন উল্লেখযোগ্য [সংখ্যায়] হবে যা কিনা তাদেরকে তাদের আকাশ প্রতিরক্ষা করতে সক্ষম করবে।”