অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের কুর্দি অঞ্চলে বিক্ষোভ দমন তীব্রতর হয়েছে


পুলিশী হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রায় ২ সপ্তাহ পরেও বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানন্দাজের রাস্তায় নেমে আসে। ফাইল ছবি।
পুলিশী হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রায় ২ সপ্তাহ পরেও বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানন্দাজের রাস্তায় নেমে আসে। ফাইল ছবি।

ইরানে নৈতিকতা পুলিশের হাতে আটক ২২ বছর বয়সী এক নারীর মৃত্যুর পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির পশ্চিমে কুর্দি অঞ্চলে মঙ্গলবার ইরান তার দমন-পীড়ন জোরদার করেছে বলে জানান কর্মীরাি

দাঙ্গা পুলিশ ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানন্দাজে অন্তত একটি পাড়ায় গুলি চালায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাহসা আমিনির মৃত্যুতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের ওপর চলমান সহিংসতার সমালোচনা করেছেন।

রাজধানী, তেহরান এবং অন্যান্য জায়গায় কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দিলেও কিছু ভিডিও অনলাইনে শেয়ার করা হয়েছে।

সোমবার ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা বিক্ষোভ করছে ও স্লোগান দিচ্ছে। কিছু নারী ও কিশোরী হিজাব ছাড়াই রাস্তা দিয়ে মিছিল করছে। বিক্ষোভ চতুর্থ সপ্তাহেও অব্যাহত রয়েছে। ২০০৯ সালে গ্রিন মুভমেন্ট প্রটেস্টের পর থেকে এই বিক্ষোভগুলো ইরানের মোল্লাতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।

আমিনি ছিলেন একজন কুর্দি এবং তার মৃত্যু বিশেষ করে ইরানের কুর্দি অঞ্চলে শোকের ছায়া ফেলেছে। সেখানে তার মৃত্যুর পর দিন ১৭ সেপ্টেম্বরে তার অন্ত্যোষ্টিক্রিয়ায় বিক্ষোভ শুরু হয়েছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল “আগ্নেয়াস্ত্র ব্যবহার করা এবং মানুষের বাড়িতে নির্বিচারে কাঁদানে গ্যাস ছোঁড়ার জন্য” ইরানের নিরাপত্তা বাহিনীর সমালোচনা করেছে। এটি বিশ্বকে ক্র্যাকডাউন বন্ধ করার উদ্দেশ্যে ইরানকে চাপ দেয়ার জন্য আহ্বান জানিয়েছে। তারা আরও বলে,তেহরান “তাদের অপরাধ লুকানোর জন্য” ইন্টারনেট এবং মোবাইল ফোন নেটওয়ার্কগুলোকে ব্যাহত করে চলেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লন্ডনের বিরুদ্ধে সম্ভাব্য পালটা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েও নিষেধাজ্ঞাগুলোকে “স্বেচ্ছাচারী এবং ভিত্তিহীন” বলে অভিহিত করেছে।

একইভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান উল্লেখ করেছেন, “ইরানে কী ঘটছে তা বিশ্ব দেখছে।”

XS
SM
MD
LG