অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তেজনাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন ব্রাজিলের ভোটাররা


ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো, (মাঝে) এবং সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন ব্রাজিলের পতাকার রঙে পোশাক পরা একজন বিক্ষোভকারী।
ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো, (মাঝে) এবং সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার পোস্টারের সামনে দাঁড়িয়ে আছেন ব্রাজিলের পতাকার রঙে পোশাক পরা একজন বিক্ষোভকারী।

বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা দক্ষিণপন্থী ক্ষমতাসীন জাইর বলসোনারোর বিরুদ্ধে জয়ী হবেন, এমন জোর সম্ভাবনার মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে হাড্ডাহাড্ডি নির্বাচনের প্রথম রাউন্ডে রবিবার ব্রাজিলের মানুষ ভোট দিচ্ছে।

বেশিরভাগ জরিপে দেখা গেছে, কয়েক মাস ধরে লুলা একটি শক্ত অবস্থানে রয়েছেন। কিন্তু বলসোনারো ইঙ্গিত দিয়েছেন যে, তিনি প্রাতিষ্ঠানিক সংকট বা নির্বাচন পরবর্তী সহিংসতার ভয় দেখিয়ে, পরাজয় মেনে নিতে অস্বীকার করতে পারেন।

ভোটের আগে রিও ডি জেনিরোর ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির উপর প্রজেক্ট করা একটি বার্তা ছিল: "নির্বাচন শান্তিপূর্ণ হোক।"

বেশিরভাগ মতামত সমীক্ষা বলছে, ১০-১৫ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন লুলা, যিনি ২০০৩-১০ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ছিলেন। যদি তিনি বৈধ ভোটের ৫০% এর বেশি পান, তবে তিনি দ্বিতীয় রাউন্ডের ভোটের আগেই সম্পূর্ণভাবে বিজয় অর্জন করবেন।

স্থানীয় সময় বিকাল ৫টায় ভোটগ্রহণ বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিজয়ীর নাম ঘোষণা করা হতে পারে।

কোনও মানদণ্ড সংজ্ঞায়িত না করে বলসোনারো বলেছেন, তিনি নির্বাচনের ফলাফলকে মেনে নেবেন, যদি ভোট "পরিচ্ছন্ন এবং স্বচ্ছ" হয়।

অতীতের নির্বাচনের মতো, প্রায় ৪৭৭,০০০টি ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করার জন্য ব্রাজিলের সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করেছে, যাতে ভোটের ফলাফল অতি দ্রুত প্রকাশ করা যায়।

XS
SM
MD
LG