অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ানে যুক্তরাষ্ট্র কংগ্রেসের আরেকটি প্রতিনিধি দলের সফর


তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এই ছবিতে, তাইওয়ানের পররাষ্ট্র উপমন্ত্রী তিয়েন চুং-কোয়াং (ডানে), তাওয়ুয়ান বিমানবন্দরে মার্কিন প্রতিনিধি স্টেফানি মারফির সাথে কনুই মেলাচ্ছেন , সেপ্টেম্বর ৭, ২০২২ ।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এই ছবিতে, তাইওয়ানের পররাষ্ট্র উপমন্ত্রী তিয়েন চুং-কোয়াং (ডানে), তাওয়ুয়ান বিমানবন্দরে মার্কিন প্রতিনিধি স্টেফানি মারফির সাথে কনুই মেলাচ্ছেন , সেপ্টেম্বর ৭, ২০২২ ।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের আরেকটি প্রতিনিধি দল তাইওয়ান সফর করছে, যদিও স্বায়ত্তশাসিত দ্বীপটির দাবি নিয়ে চীনের সাথে উত্তেজনা এখনও প্রচুর।

আগস্টের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সফর করার পর থেকেই তাইওয়ানের কর্মকর্তাদের সাথে দেখা করতে যুক্তরাষ্ট্রের অন্যান্য পরিদর্শকদের আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিক্রিয়ায় চীন তার সামরিক হয়রানি বাড়িয়েছে, প্রতিদিন দ্বীপটির দিকে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং এমনকি ড্রোনও পাঠাচ্ছে।

ডেমোক্রেট স্টেফানি মারফির নেতৃত্বে, প্রতিনিধিদলটি বৃহস্পতিবার সকালে তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইং-ওয়েনের সাথে দেখা করে, যার প্রশাসনকে আন্তর্জাতিক সংস্থাযগুলোতে কূটনৈতিক স্বীকৃতি এবং অংশগ্রহণ থেকে বঞ্চিত করার জন্য চীন নিরলসভাবে চেষ্টা করছে।

সামরিক হুমকির কথা উল্লেখ করে সাই বলেন, প্রতিনিধি দলের এই সফর 'মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে তাইওয়ানের প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করে।”

"তাইওয়ান চাপ বা জবরদস্তির কাছে মাথা নত করবে না, আমরা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জীবনযাত্রাকে রক্ষা করব। তাইওয়ান পিছু হটবে না," সাই আরও বলেন।

মারফি কংগ্রেসের "আন্তর্জাতিক সংস্থাগুলিতে তাইওয়ানের বৃহত্তর অংশগ্রহণ সমর্থন করা উচিত,‘’ বলে মন্তব্য করেন।

মারফি সেই আইন প্রণেতাদের মধ্যে একজন যারা ইউক্রেনকে অস্ত্র ধার দেওয়ার জন্য পাস হওয়া একটি বিলের অনুরূপ বিল উত্থাপন করেছিলেন যা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানকে সমর্থন করার জন্য অস্ত্র ধার দেওয়ার অনুমতি দেবে। গত সপ্তাহে বাইডেন প্রশাসন তাইওয়ানের কাছে ১০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

পেলোসি গত ২৫ বছরের মধ্যে মার্কিন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সদস্য হিসেবে তাইওয়ান সফর করেন।এরপরই চীন বর্ধিত সামরিক মহড়ার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়।

চীন এই দ্বীপে উচ্চ পর্যায়ের বিদেশ সফরকে তার বিষয়ে হস্তক্ষেপ এবং তাইওয়ানের সার্বভৌমত্বের কার্যত স্বীকৃতি হিসাবে দেখছে।

সর্বশেষ অস্ত্র বিক্রির বিষয়ে বুধবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ওয়াশিংটন ও তাইপের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে চীনের বিরোধিতা 'ধারাবাহিক ও স্পষ্ট'।

বিস্তারিত কিছু না জানিয়ে মাও প্রতিদিনের ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, "চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এমন কর্মকাণ্ডের আমরা দৃঢ় জবাব দেব।"

XS
SM
MD
LG