অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্মঘটে সৃষ্ট অচলাবস্থায় কয়েকমাস ধরে বন্ধ নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলো


একাডেমিক স্টাফ ইউনিয়ন অফ ইউনিভার্সিটিস এর সাথে সংহতি প্রকাশ করে নাইজেরিয়ার রাজধানী লাগোসের রাস্তায় প্রতিবাদ করছে নাইজেরিয়ার শ্রমিক ইউনিয়ন, ২৬ জুলাই ২০২২।
একাডেমিক স্টাফ ইউনিয়ন অফ ইউনিভার্সিটিস এর সাথে সংহতি প্রকাশ করে নাইজেরিয়ার রাজধানী লাগোসের রাস্তায় প্রতিবাদ করছে নাইজেরিয়ার শ্রমিক ইউনিয়ন, ২৬ জুলাই ২০২২।

আদেনেকান আয়োমিদে দুই বছর ধরে আবুজা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। ঐ সময়টাতেই, ফেব্রুয়ারিতে সেখানকার প্রভাষকরা ধর্মঘট শুরু করেন। স্নাতকে অধ্যয়নরত ২৭ বছর বয়সী এই শিক্ষার্থী আশা করেছিলেন যে, শীঘ্রই তিনি ক্লাসে ফিরতে পারবেন। তবুও নিয়মিত ব্যয় মেটাতে তিনি ট্যাক্সিচালকের কাজ করতে শুরু করেন।

তার দুর্ভাগ্য যে, একাডেমিক স্টাফ ইউনিয়ন অফ ইউনিভার্সিটিস (এএসইউইউ)-এর ডাকা ধর্মঘটটি এখন ছয়মাসে গড়িয়েছে।আর, কাছাকাছি সময়ে শ্রেণিকক্ষে ফেরার যে আশা আয়োমিদে পোষন করতেন, তা এখন অপসৃত প্রায়।

নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মঘট স্বাভাবিক ব্যাপার। নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিস কমিশনের তথ্যমতে, দেশটিতে ১০০টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আনুমানিক ২৫ লক্ষ শিক্ষার্থী সেগুলোতে পড়ালেখা করেন। ২০০০ সাল থেকে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত ১৫ বার ধর্মঘট ডাকা হয়। আর সবগুলো ধর্মঘটের সময়ের হিসাবের যোগফল চার বছরের সমান।

তবে, সর্বসাম্প্রতিক এই ধর্মঘটটি শিক্ষাখাতকে বেশি মাত্রায় প্রভাবিত করছে। কারণ, আগে থেকেই কোভিড-১৯ এর লকডাউন ও তার আগে প্রায় পুরো ২০২০ সাল জুড়ে চলা এক ধর্মঘটের ক্ষতি পুষিয়ে নিতে দেশটির শিক্ষাখাত হিমশিম খাচ্ছিল।

নাইজেরিয়ার ইউনিভার্সিটি কমিশনের গণসংযোগ বিষয়ক পরিচালক, হারুনা লাওয়াল আজো জানান, শিক্ষার্থীদের শেখার কোন বিকল্প মাধ্যমেরও ব্যবস্থা নেই। কারণ নাইজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ৯০ শতাংশেরও বেশি প্রভাষক ঐ ইউনিয়নের সদস্য।

ধর্মঘটরত প্রভাষকরা তাদের নিয়োগের শর্তাবলীর পুনর্মূল্যায়নের দাবি করেছেন। এর মধ্যে রয়েছে, সেই প্ল্যাটফর্মটি যা ব্যবহার করে সরকার তাদের বেতন-ভাতা প্রদান করে, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরও বেশি অর্থায়ন এবং ধর্মঘট শুরু হওয়ার পর বন্ধ করে রাখা তাদের বকেয়া বেতন পরিশোধ।

এদিকে প্রভাষক ও সরকারের মধ্যে চলা আলাপ-আলোচনা, এই মাসে অচলাবস্থার মধ্য দিয়ে শেষ হয়। এর ফলে, সমঝোতা চুক্তির আশাও শেষ হয়ে যায়।

XS
SM
MD
LG