অ্যাকসেসিবিলিটি লিংক

চীনা গুপ্তচরবৃত্তি সম্পর্কে নতুন করে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন


বেইজিং-এর কাছাকাছি চীনের একটি জাতীয় পতাকার পাশে রাস্তার দিকে নজরদারি ক্যামেরা দেখা যাচ্ছে। ২৫ নভেম্বর, ২০২১। (ফাইল ছবি)
বেইজিং-এর কাছাকাছি চীনের একটি জাতীয় পতাকার পাশে রাস্তার দিকে নজরদারি ক্যামেরা দেখা যাচ্ছে। ২৫ নভেম্বর, ২০২১। (ফাইল ছবি)

এফবিআই প্রধান এবং ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার নেতারা বুধবার চীনা সরকার সম্পর্কে নতুন সতর্কতা উত্থাপন করেছেন। তাঁরা ব্যবসায়ী নেতাদের সতর্ক করে বলেছেন, বেইজিং প্রতিযোগিতামূলক লাভের জন্য তাদের প্রযুক্তি চুরি করতে মরিয়া হয়ে উঠেছে।

এফবিআই ডিরেক্টর ক্রিস্টফার রে, চীনের অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি এবং হ্যাকিং অপারেশনের নিন্দা করার পাশাপাশি, বিদেশে ভিন্নমতকে দমন করার জন্য চীন সরকারের প্রচেষ্টা সম্পর্কে দীর্ঘস্থায়ী উদ্বেগের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

রে’র কথাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল, কারণ এটি ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এমআই-৫ এর লন্ডনের সদর দফতরে, সংস্থাটির মহাপরিচালক কেন ম্যাককালামের সাথে পশ্চিমা সংহতির উদ্দেশ্যে আয়োজিত এক প্রদর্শনীতে রে তার বক্তৃতায় এ কথাগুলো বলেন।

মন্তব্যগুলি আরও দেখিয়েছে যে, রে এবং এফবিআই চীনা সরকারকে শুধুমাত্র একটি আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করে না, বরং বেইজিংয়ের বৈদেশিক নীতি সংশ্লিষ্ট প্রভাবের সাথেও বিষয়টি সম্পর্কিত।

রে বলেন, "আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি যে, চীনা সরকার আমাদের অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী হুমকি সৃষ্টি করেছে।

এমআই-৫ এর মহাপরিচালক ম্যাককালাম বলেন, "কথাগুলো বিমূর্ত মনে হতে পারে, তবে এটি বাস্তব এবং এটি খুবই জরুরি।" তিনি বলেন, "আমাদের এটা নিয়ে কথা বলা দরকার। এবং আমাদের আরও কাজ করতে হবে।"

তবে, ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র, লিউ পেঙ্গিউ পশ্চিমা নেতাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বার্তা সংস্থা, দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইল করা এক বিবৃতিতে তিনি বলেছেন, চীন "দৃঢ়ভাবে সব ধরনের সাইবার হামলার বিরোধিতা করে এবং তারা এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।" তিনি এই অভিযোগগুলিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও অভিহিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, "আমরা কখনই সাইবার আক্রমণকে উৎসাহিত করব না, সমর্থন করব না কিংবা ক্ষমা করব না।"

XS
SM
MD
LG