অ্যাকসেসিবিলিটি লিংক

২২ আরোহী নিয়ে নেপালের পর্বতে বিমান নিখোঁজ


নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুতি নিতে থাকা পর্বতারোহীদের একটি দলের পিছনে তারা এয়ারলাইনসের একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, ২৯ মে ২০২২।
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার অভিযানের জন্য প্রস্তুতি নিতে থাকা পর্বতারোহীদের একটি দলের পিছনে তারা এয়ারলাইনসের একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, ২৯ মে ২০২২।

নেপালের পর্বতের মেঘাচ্ছন্ন আবহাওয়ায় রবিবার ২২ জন আরোহী নিয়ে একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা দুর্ঘটনার সম্ভাব্য ঘটনাস্থলের কাছাকাছি রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তারা এয়ার-এর বিমানটি রিসোর্ট শহর পোখারা থেকে উড্ডয়ন করে। কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) পূর্বে পোখারা অবস্থিত। ২০ মিনিটের ঐ ফ্লাইটে বিমানটির পার্বত্য জমসম শহরে যাওয়ার কথা ছিল। টার্বোপ্রপ টুইন অটার বিমানটি অবতরণের সময়ে নদী, গিরিখাত ও পর্বতচূড়া সমৃদ্ধ এক এলাকায় থাকা অবস্থায় বিমানবন্দরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সেনাবাহিনীর এক হেলিকপ্টার সহ প্রাইভেট হেলিকপ্টারও তল্লাশী অভিযানে অংশগ্রহণ করছে বলে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

সেনাবাহিনীর সৈন্য এবং উদ্ধারকারী দলগুলো দুর্ঘটনার সম্ভাব্য ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে। সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল টুইটারে বলেন, ধারণা করা হচ্ছে যে ঘটনাস্থলটি মাসট্যাং জেলার লেটে নামক গ্রামের আশেপাশে কোন জায়গায়।

তিনি বলেন, “খারাপ আবহাওয়ার কারণে দেখতে সমস্যা হওয়ায় প্রচেষ্টায় ব্যাঘাত ঘটছে। বিমানটি এখনও চিহ্নিত করা যায়নি।” সিলওয়াল আরও বলেন যে, উদ্ধারকর্মীরা সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন যেখানে স্থানীয়রা আগুন দেখতে পেয়েছেন বলে শোনা গিয়েছে। যদিও এখনও জানা যায়নি যে সেখানে কি পুড়ছিল। তিনি বলেন যে, একমাত্র সৈন্যরা সেখানে পৌঁছানোর পরই কর্মকর্তারা তথ্যটি যাচাই করতে পারবেন।

তারা এয়ার-এর মুখপাত্র, সুদর্শন বার্তুলা বলেন যে, আকাশ থেকে তল্লাশী চালানো হয়ত বন্ধ রাখতে হবে কারণ রাত হয়ে যাচ্ছে। তিনি বলেন, “উদ্ধারকর্মীরা বিমানটির সম্ভাব্য অবস্থানের একটি এলাকা চিহ্নিত করেছেন, তবে বিমানের কোন চিহ্ন এখনও দেখতে পাননি।”

বিমানটিতে ছয়জন বিদেশী নাগরিক ছিলেন। এর মধ্যে চারজন ভারতের এবং দুইজন জার্মানীর নাগরিক বলে পুলিশের এক কর্মকর্তা জানান। গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় তিনি পরিচয় গোপন রাখার শর্তে এমন তথ্য দেন।

বিমানে ১৯ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন বলে বর্তুলা জানান।

XS
SM
MD
LG