অ্যাকসেসিবিলিটি লিংক

ফার্স্ট লেডি জিল বাইডেন পূর্ব ইউরোপ সফরে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে দেখা করবেন


৫ই মে ২০২২: ফার্স্ট লেডি জিল বাইডেন রোমানিয়া এবং স্লোভাকিয়া সফরের আগে মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটি থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন
৫ই মে ২০২২: ফার্স্ট লেডি জিল বাইডেন রোমানিয়া এবং স্লোভাকিয়া সফরের আগে মেরিল্যান্ডে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটি থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন

ফার্স্ট লেডি জিল বাইডেন কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সংক্রান্ত সংবাদে নিদারুণভাবে আহত হয়েছেন। সম্প্রতি তিনি একটি বক্তৃতায় বলেছিলেন ইউক্রেনে বোমা হামলা এবং “বাবা-মায়েরা রাস্তায় তাদের বাচ্চাদের ছিন্নভিন্ন দেহ দেখেকাঁদছেন।”

জিল বাইডেন তার দ্বিতীয় বারের মতএকক বিদেশ সফরে রোমানিয়া ও স্লোভাকিয়া সফর করবেন যেখানে তিনি ইউক্রেনের শরণার্থী সংকটের দিকে গভীরভাবে নজর দেবেন। মাদার্স ডে বা মা দিবসে তিনি ইউক্রেন সীমান্তে স্লোভাকিয়ার একটি ছোট গ্রামে বাস্তুচ্যুত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাত করবেন।

ফার্স্ট লেডি বাইডেন গত রাতেওয়াশিংটন থেকে বিমানযাত্রা করে কৃষ্ণ সাগরের কাছে রোমানিয়ার মেহেল কোগানিসিয়ানু বিমান ঘাঁটিতে পৌঁছান। সেখানে অবস্থানরত যুক্তরাষ্ট্র সেনা সদস্যদের জন্য তিনি শুক্রবারের নৈশভোজ পরিবেশনেসাহায্য করবেন। প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপে যে কয়েক হাজার আমেরিকান সেনা মোতায়েন করেছিলেন তাদের মধ্যে থেকে বেশ কিছু সৈন্যকে ইউক্রেনের সঙ্গে রোমানিয়া সীমান্তের প্রায় ৬০ মাইল (১০০ কিলোমিটার) দূরে অবস্থিত ঐঘাঁটিতে পাঠানো হয়।

জিল বাইডেন বৃহস্পতিবার রাতে তার সঙ্গে সফররত সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট ও আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ইউক্রেনের জনগণ জানুক যে তাদের পাশে আমরা আছি ।” সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন যে তিনি শরণার্থীদের জানাতে চান “তাদের কঠিন অবস্থায় স্বাভাবিক থাকা আমাকে অনুপ্রাণিত করে”।

ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ নারী ও শিশুকেনেটো মিত্র রোমানিয়া এবং স্লোভাকিয়া ইউক্রেন সীমান্তে আশ্রয় দিয়েছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বৃহত্তম শরণার্থী সংকটের সূত্রপাত করেছে।

এছাড়াও ফার্স্ট লেডি বাইডেন ইউরোপে তার চার দিন ব্যবহার করবেন নিজ দেশে তিনি যে বিষয়গুলো তুলে ধরেনতা প্রচারের জন্য যেমন আমেরিকান সেনা সদস্যদের প্রতি সমর্থন, শিক্ষা এবং শিশু কল্যাণ।

XS
SM
MD
LG