অ্যাকসেসিবিলিটি লিংক

নিখোঁজ ও হত্যার ঘটনা বৃদ্ধির মধ্যেই নিখোঁজ তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে মেক্সিকোর পুলিশ


মেক্সিকো সিটিতে একাধিক নারীর নিখোঁজ হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার সময় দেবানহি এসকোবারের একটি ছবির চারদিকে মোমবাতি ও ফুল দিয়ে সমবেদনা জানিয়েছেন প্রতিবাদকারীরা। ২২ এপ্রিল ২০২২।
মেক্সিকো সিটিতে একাধিক নারীর নিখোঁজ হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করার সময় দেবানহি এসকোবারের একটি ছবির চারদিকে মোমবাতি ও ফুল দিয়ে সমবেদনা জানিয়েছেন প্রতিবাদকারীরা। ২২ এপ্রিল ২০২২।

উত্তর মেক্সিকোতে গভীর রাতে একটি হাইওয়েতে নামিয়ে দেওয়া হয়েছিল তাকে। এরপর একটি মোটেলের ভূগর্ভস্থ পানির ট্যাঙ্ক থেকে তার পচনশীল দেহ উদ্ধার করেছে পুলিশ।

সহকারী জননিরাপত্তা সচিব রিকার্ডো মেজিয়া শুক্রবার (২২ এপ্রিল) বলেন, উদ্ধারকৃত নারীদেহটি প্রায় দুই সপ্তাহ পানিতে থাকার কারণে চেনা যাচ্ছে না। তার গলায় একটি ক্রুশ রয়েছে এবং তার পোশাকের সঙ্গে নিখোঁজ হওয়ার রাতে দেবানহি এসকোবারের পরিহিত পোশাকের মিল রয়েছে।

নুয়েভো লিওনের সীমান্ত রাজ্যের কর্তৃপক্ষ দেবানহির জন্যে ব্যাপক উদ্ধার অভিযানের দাবি করলেও তার পরিণতিও মেক্সিকোর অন্য সব নিখোঁজের ঘটনার মতো হয়েছে। স্থানীয়রা তার মৃতদেহ খুঁজে পেয়েছে।

এসকোবারের ঘটনাটি একজন ট্যাক্সিচালকের তোলা একটি ভুতুড়ে ছবির কারণে সংবাদ শিরোনাম হয়। ওই চালকের তাকে বাড়িতে নামিয়ে দেওয়ার কথা ছিল। কেন তিনি গাড়ি থেকে নেমে গিয়েছিলেন তা স্পষ্ট নয়, তবে তার বাবা মারিও এসকোবার বলেছেন, প্রসিকিউটররা তাকে বলেছেন যে, নজরদারি ক্যামেরার ফুটেজ থেকে তারা জেনেছেন যে, চালক তার মেয়েকে যৌন হয়রানি করে।

“আমার বিশ্বাস আমার মেয়ে হয়রানি সহ্য করেনি”, তার বাবা মারিও এসকোবার বলেছেন। চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও তার পুরো নাম প্রকাশ করা হয়নি। মারিও এসকোবার বলেছিলেন যে, চালক তাকে হত্যা না করলেও তিনিও তার মেয়ের মৃত্যুর জন্য দায়ী।

ট্যাক্সি অ্যাপের সঙ্গে কাজ করতেন এই চালক। ৮ এপ্রিল মন্টেরে শহরের উপকণ্ঠে তার গাড়ি থেকে নামার সময় দেবানহি যে জীবিত ছিলেন তা দেখাতেই ছবিটি দেখান ওই চালক। ছবিতে দেখা যায় দেবানহি স্কার্ট ও হাই-টপ স্নিকার পরে হাইওয়ের পাশে রাতে একা দাঁড়িয়ে ছিলেন।

মেক্সিকোতে সাম্প্রতিক বছরগুলোতে নারীদের হত্যার ঘটনা বেড়েছে। ২০২০ সালে ৯৭৭টি হত্যার ঘটনা ঘটে, ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় ১০১৫–তে৷ এগুলো কেবলমাত্র “ফেমিনিসাইড” হিসেবে শ্রেনিবদ্ধ। মেক্সিকোতে এটি একটি আইনি শব্দ যেটি নারীদের তাদের লিঙ্গের কারণে হত্যা করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সব মিলিয়ে নারী হত্যার ঘটনা অনেক বেশি।

নারীদের নিখোঁজ হওয়ার ঘটনাও বেশি। এ বছর এ পর্যন্ত প্রায় ১৬০০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা বলছেন যে, তাদের মধ্যে ৮২৯ জনকে এখনো নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে এবং ১৬ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দেবানহি এসকোবারকে কেউ দেখেনি। তারপর তদন্তকারীরা রাস্তার পাশের মোটেলের একটি পুলের কাছে চার-মিটার গভীর পানির ট্যাঙ্ক থেকে তার মৃতদেহ টেনে তোলেন।

মারিও এসকোবার বলেছেন, “প্রসিকিউটররা তাদের কাজ সঠিকভাবে করেননি”।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর শুক্রবার বলেন যে, এই ঘটনাটি মেক্সিকানদের মধ্যে “যৌক্তিকভাবে, অনেক উদ্বেগ এবং উৎকণ্ঠার সৃষ্টি করেছে”।

ওই সপ্তাহে তদন্তকারীরা বলেছিলেন যে, ড্রোন, অনুসন্ধানি কুকুর এবং সুরক্ষা ক্যামেরার ফুটেজের পর্যালোচনার সাহায্যে ২০০ জন কর্মী দেবানহির সন্ধানে কাজ করছিলেন। অথচ তার দেহটি তাকে শেষ যেখানে দেখা গিয়েছিল সেখান থেকে খুব দূরে ছিল না।

যে সময় কর্তৃপক্ষ এসকোবারকে খুঁজছিল, স্থানীয় গণমাধ্যম জানায় যে, রাজ্যে আরও পাঁচ নারী ও মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। নিহতদের সবাই দেবানহির মতো একই সময়ে নিখোঁজ হয়েছিল বলে খবর পাওয়া গেছে। চারজনের বয়স ১৬ বা তার কম।

পরে রাজ্য অনুসন্ধান কমিশনের প্রধান মেরি বালডেরাস বলেন, প্রতিবেদনগুলো সত্য নয় এবং পাঁচ তরুণীর সবাইকে জীবিত পাওয়া গেছে।

নুয়েভো লিওন রাজ্যে একটি সংগঠন ইউনাইটেড ফোর্সেস ফর আওয়ার ডিসঅ্যাপিয়ার্ডের দায়িত্বে থাকা অ্যাঞ্জেলিকা ওরোজকো বলেছেন, কর্তৃপক্ষের তদন্তের ধীরগতি বা অদক্ষতাই একমাত্র সমস্যা নয়, বরং ভুক্তভোগীদেরই অপরাধী গণ্য করাও সমস্যা।

তিনি নুয়েভো লিওন রাজ্যের প্রসিকিউটর গুস্তাভো গুয়েরেরোর মন্তব্যে বিরক্তি প্রকাশ করেন। বৃহস্পতিবার গুয়েরেরো বলেছিলেন যে, বেশির ভাগ নারী স্বেচ্ছায় বা “অবাধ্যতার” কারণে নিখোঁজ হন।

XS
SM
MD
LG