অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম তীরে ইসরাইলের অভিযানে দুই ফিলিস্তিনি আহত


পশ্চিম তীরের জেনিন শহরে সেখানকার গভর্নর আকরাম রাজুব তার দফতরে সাংবাদিকদের সাথে আলাপ করছেন, ১২ এপ্রিল ২০২২। জেনিনের কাছে সোমবার দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।
পশ্চিম তীরের জেনিন শহরে সেখানকার গভর্নর আকরাম রাজুব তার দফতরে সাংবাদিকদের সাথে আলাপ করছেন, ১২ এপ্রিল ২০২২। জেনিনের কাছে সোমবার দুই ফিলিস্তিনি আহত হয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরে সোমবার ইসরাইলের বাহিনী কর্তৃক দুইজন ফিলিস্তিনি গুরুতরভাবে আহত হয়েছেন বলে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। মুসলিমদের পবিত্র রমজান মাসে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যকার সহিংসতার ধারায় এটিই সর্বসাম্প্রতিক ঘটনা।

পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিন এর পশ্চিমে অবস্থিত ইয়ামুন গ্রামে, গ্রেফতারের উদ্দেশ্যে ইসরাইলের সামরিক বাহিনী একটি অভিযান পরিচালনা করছিল। সে সময়ে ডজন কয়েক ফিলিস্তিনি ঐ সৈন্যদের দিকে পাথর ও বিস্ফোরক ছুঁড়ে মারতে শুরু করলে সৈন্যরা গুলি চালায়।

আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে, প্যালেস্টাইনের সরকারী সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলিদের বিরুদ্ধে দুইটি ভয়াবহ আক্রমণের ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন বা তাদের সহযোগীদের খুঁজে বের করতে, ফিলিস্তিনী গ্রাম ও শহরগুলোতে ইসরাইল নিজেদের বাহিনী প্রেরণ করেছে। এর আগে এই মাসেই, তেল আবিবের একটি জনাকীর্ণ বারে এক ফিলিস্তিনি বন্দুকধারী গুলি চালালে, তিনজন নিহত হয়। আক্রমণকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আক্রমণকারীকে খুঁজে বের করতে ব্যাপক তল্লাশীর পর, পুলিশের সাথে এক বন্দুকযুদ্ধে ঐ ব্যক্তি নিহত হয়।

ঐ আক্রমণসহ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের অন্যান্য স্থানে সংঘটিত আক্রমণের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এটি কয়েক বছরের মধ্যে ইসরাইলিদের বিরুদ্ধে সহিংসতার সবচেয়ে ভয়াবহ কিছু ঘটনা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলের বাহিনীর হাতে অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে অ্যাসোসিয়েটেড প্রেস-এর গণনা থেকে জানা যায়। নিহতদের মধ্যে অনেকেই ইসরাইলের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করেছিলেন বা সহিংসতার সাথে জড়িত ছিলেন। তবে, নিহতদের মধ্যে একজন নিরস্ত্র নারী ও এক উকিল রয়েছেন, যারা ঘটনাবশতঃ সেখানে উপস্থিত ছিলেন বলে প্রতীয়মান হয়েছে।

XS
SM
MD
LG