অ্যাকসেসিবিলিটি লিংক

বেন অ্যাফ্লেকের সাথে বাগদানের ঘোষণা দিলেন জেনিফার লোপেজ


এনবিসি চ্যানেলের একটি অনুষ্ঠানে গান করছেন জেনিফার লোপেজ (ফাইল ছবি)
এনবিসি চ্যানেলের একটি অনুষ্ঠানে গান করছেন জেনিফার লোপেজ (ফাইল ছবি)

২০০৪ সালে বিচ্ছেদের আঠারো বছর পর আবার বাগদান হয়েছে বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের।

‘অনদ্যজেলো’ নামের নিজের নিউজলেটারটির মাধ্যমে শুক্রবার (৮ এপ্রিল ২০২২) বিষয়টি নিশ্চিত করেন লোপেজ।

নিজের অশ্রুসিক্ত একটি মুহুর্তের এক ভিডিও প্রকাশ করেন এই অভিনেত্রী ও গায়িকা। তার হাতে ছিল এমারাল্ড-এর একটি আংটি। ২০০২ সালে “গিগলি” চলচ্চিত্রে অভিনয়ের সময়ে এই দুই তারকা প্রথমবার সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সময়ে, ২০০৩ সালের শেষদিকে বিয়ের কথা ঠিক করলেও, ২০০৪ এর জানুয়ারিতে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

৫২ বছর বয়সী লোপেজ পরবর্তীতে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন। তার সাথে যমজ সন্তানও রয়েছে লোপেজের। অপরদিকে ৪৯ বছর বয়সী বেন অ্যাফ্লেক বিয়ে করেছিলেন জেনিফার গার্নারকে। তার সাথে অ্যাফ্লেকের রয়েছে তিন সন্তান। এই দুই যুগলেরই পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ ঘটে।

বেন অ্যাফ্লেকের সাথে ২০২১ সালের মে মাসে আবারও সম্পর্কে জড়িয়ে পড়েন লোপেজ। তার কিছুদিন আগেই অ্যালেক্স রড্রিগেজ-এর সাথে নিজের বাগদান ভেঙে দেন জেনিফার লোপেজ।

XS
SM
MD
LG