অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের “গুরুতর” পরিস্থিতিতে সহায়তার প্রস্তাব করলেন চীনের প্রধানমন্ত্রী  


ফাইল ছবি: চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং, ১১ই মার্চ, ২০২২ / সিনহুয়া সংবাদ সংস্থা/এপি
ফাইল ছবি: চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং, ১১ই মার্চ, ২০২২ / সিনহুয়া সংবাদ সংস্থা/এপি

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং শুক্রবার ইউক্রেনের পরিস্থিতিটিকে “গুরুতর” বলে আখ্যায়িত করেন এবং শান্তি প্রতিষ্ঠায় একটি “ইতিবাচক ভূমিকা” পালনের মাধ্যমে বেইজিংয়ের সহায়তার প্রস্তাব করেন। তবে রাশিয়ার ভূমিকার কোন সমালোচনা করেননি তিনি।

সংঘাতটিতে চীন প্রধানত রাশিয়ার পক্ষই অবলম্বন করেছে এবং পরিস্থিতিটিকে একটি যুদ্ধ বা আক্রমণ হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানিয়েছে। চীনের বিরুদ্ধে রাশিয়ার প্রচারিত ভুয়া সংবাদ এবং মিথ্যা তথ্য প্রচারে সহযোগিতার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

যুদ্ধরত দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে চীন। তবে, তবে এমন ভূমিকা পালনের খুব সামান্যই অভিজ্ঞতা রয়েছে দেশটির এবং তাদের নিরপেক্ষ হিসেবে বিবেচিত না হওয়ার সম্ভাবনা রয়েছে।

একটি বার্ষিক সংবাদ সম্মেলনে লি সাংবাদিকদের বলেন, “সঙ্কটটির শান্তিপূর্ণ নিরসনে সহায়ক সকল চেষ্টার প্রতিই আমরা উৎসাহ ও সমর্থন জানাই”। তিনি আরও বলেন, “এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল উত্তেজনা বৃদ্ধি রোধ করা, এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া রোধ করা”।

এই সপ্তাহে বেইজিং জানায় যে, তারা ইউক্রেনে মোট ৭,৯১,০০০ ডলারের সমপরিমাণ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ মানবিক সহায়তা প্রেরণ করছে। একই সময়ে রাশিয়ার আক্রমণটির জন্য দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা অব্যাহত রাখে চীন। রাশিয়ার সাথে স্বাভাবিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও করেছে চীন।

শি জিনপিং এর পরই চীনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা লি। তিনি প্রধানত দেশটির অর্থনীতির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। চীনের কার্যত ক্ষমতাহীন আইনসভার বার্ষিক অধিবেশন শেষে বক্তব্য প্রদান করেন লি। তিনি বলেন যে, চীন এখনও নিষেধাজ্ঞার বিরুদ্ধে রয়েছে কারণ সেগুলো “বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারকে ব্যাহত করবে”।

XS
SM
MD
LG