অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধবিরোধী বিক্ষোভে রাশিয়ায় একদিনে ৫,০০০-এর বেশি মানুষ গ্রেফতার


রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদকারিদের একজনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। (ছবি- এপি)
রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদকারিদের একজনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। (ছবি- এপি)

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করায় কয়েক ডজন শহরে ৫,০০০-এরও বেশি মানুষকে গ্রেফতার করেছে রাশিয়া। এত সংখ্যক মানুষকে গ্রেফতার একটি নজিরবিহীন ঘটনা। রাশিয়ার সরকার প্রতিবেশী দেশে আক্রমণের বিরোধিতাকারী সকলকেই কঠোরভাবে দমন করছে।

বিক্ষোভের সময়ে গ্রেফতারের ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা ওভিডি-ইনফো জানায় যে যুদ্ধবিরোধী বিক্ষোভের সময়ে পুলিশ ৬০টি শহরে অন্তত ৫,০১৬ জনকে আটক করেছে।

একদিনে এত সংখ্যক মানুষ আটক একটি নজিরবিহীন ঘটনা। গত বছর বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে কারাবন্দী করার ফলে হওয়া বিক্ষোভগুলোর সময়ে গ্রেফতার হওয়া মানুষের চাইতেও এই সংখ্যা অনেক বেশি।

নিজের কারাকক্ষ থেকে করা এক আবেদনে, রাশিয়ার মানুষজনকে যুদ্ধটির বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন নাভালনি।

দেশটিতে রাস্তায় নেমে বিক্ষোভকারী মানুষজন সম্ভাব্য কারাদন্ডের ঝুঁকি গ্রহণ করছেন।

ওভিডি-ইনফো জানায় যে, মস্কোতে ২,৩৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পর্যবেক্ষক আরও জানায় যে, সেইন্ট পিটার্সবার্গে অন্তত ১,২৫৩ জন গ্রেফতার হন।

রাশিয়ার আঞ্চলিক ছোট শহরগুলোতেও বিক্ষোভ করা হয়। একাধিক সক্রিয়বাদী সহিংসভাবে গ্রেফতারের ঘটনাগুলোর ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

ওভিডি-ইনফো জানায় যে, পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে বৈদ্যুতিক শক দেয়ার যন্ত্র ব্যবহার করেছে।

কর্তৃপক্ষের সতর্কতা জারি এবং কারাদন্ডের ঝুঁকির মধ্যেও রাশিয়াতে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সমালোচকদের আরও কন্ঠরোধ করতে, শুক্রবার পুতিন একটি বিলকে আইনে পরিণত করেন। আইনটিতে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রচারের জন্য ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

এছাড়াও পুতিন আরও একটি বিলে স্বাক্ষর করেন, যেটিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দাবীকারীদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। ইউক্রেনে আক্রমণের ফলে পশ্চিমা দেশগুলো থেকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে মস্কো।

XS
SM
MD
LG