অ্যাকসেসিবিলিটি লিংক

স্লোভাকিয়ায় নিহত সাংবাদিক ও তার বাগদত্তার স্মৃতিসৌধ উন্মোচন  


স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভের'র কেন্দ্রস্থলে একজন সাংবাদিক ও তার বাগদত্তার স্মরণে উন্মোচিত স্মৃতিসৌধ/ ২১শে ফেব্রুয়ারী, ২০২২/এপি
স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভের'র কেন্দ্রস্থলে একজন সাংবাদিক ও তার বাগদত্তার স্মরণে উন্মোচিত স্মৃতিসৌধ/ ২১শে ফেব্রুয়ারী, ২০২২/এপি

স্লোভাকিয়ার জনগণ সোমবার রাজধানী ব্রাতিস্লাভাতে একটি কেন্দ্রস্থলে একটি চত্বরে স্মৃতিসৌধ উন্মোচন করে ২০১৮ সালে প্রয়াত অনুসন্ধানী সাংবাদিক ও তার বাগদত্তা স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতি বার্ষিকী পালন করেন।

উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রী, এডওয়ার্ড হেগার ও নিহত দুজনের পিতামাতা।

২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারি ২৭ বছর বয়সী এই দুই জন, জেন কুচিয়াক এবং মার্টিনা কুসনিরোভাকে তাদের নিজেদের শহর ব্রাতিস্লাভের পূর্বাঞ্চলে অবস্থিত ভেলকা মাকা শহরে নিজেদের বাড়িতে গুলি করে হত্যা করা হয় ।

তার মৃত্যুর সময় কুচিয়াক সম্ভাব্য সরকারি দুর্নীতির তদন্ত চালাচ্ছিলেন। তাদের মৃত্যুতে রাস্তায় রাস্তায় বড় ধরণের প্রতিবাদ -বিক্ষোভ হয় যেমনটি ১৯৮৯ সালের ভেলভেট বিপ্লবের পর আর দেখা যায়নি। এতে সৃষ্ট রাজনৈতিক সঙ্কটে সরকারের পতন ঘটে।

কুসনিরোভা'র মা জ্লাটিচা বলেন, "যা ঘটেছে এবং কেন তা ঘটেছিল তা ভুলে যেতে না দেয়ার জন্য যারা পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই"।

এই মামলার ৩জনকে কারাদণ্ড দেয়া হয়েছে । এদের মধ্যে রয়েছেন একজন প্রাক্তন সেনা, যিনি নির্মমভাবে দুজনকে হত্যার অভিযোগ স্বীকার করেন এবং যাকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।

হত্যার পরিকল্পনাকারী হিসাবে অভিযুক্ত একজন ব্যবসায়ীকে নিম্ন আদালত অব্যাহতি দেয়ার রায় জুন মাসে স্লোভাকিয়ার সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের ৩জন বিচারকের প্যানেল জানান নিম্ন আদালত সঠিকভাবে তথ্য প্রমাণাদির মূল্যায়ন না করে ব্যবসায়ী মারিয়ান কোচনার এবং হত্যায় অন্য এক বাদীকে অব্যাহতি দিয়েছিল।

আদালত পুনর্বিচারের নির্দেশ দিয়েছে, যা আগামী সপ্তাহে শুরু হওয়ার কথা। বাদি পক্ষের আইনজীবীরা অভিযোগ করেন যে কোচনার এসব হত্যার নির্দেশ দিয়েছিলো, যা কোচনার অস্বীকার করেন।

ইতিমধ্যেই অন্য এক জালিয়াতি মামলায় কোচনারকে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

XS
SM
MD
LG