অ্যাকসেসিবিলিটি লিংক

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গাঙ্গুলী


বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এর নব-নির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলী ভারতের মুম্বাই এ দায়িত্ব নেওয়ার পরে একটি সংবাদ সম্মেলনে যোগ দেন। ২৩ অক্টোবর, ২০১৯ (ছবি-এপি/রাজনীশ কাকড়ে)
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এর নব-নির্বাচিত সভাপতি সৌরভ গাঙ্গুলী ভারতের মুম্বাই এ দায়িত্ব নেওয়ার পরে একটি সংবাদ সম্মেলনে যোগ দেন। ২৩ অক্টোবর, ২০১৯ (ছবি-এপি/রাজনীশ কাকড়ে)

প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাড়া হলো হাসপাতাল থেকে। কোভিড আক্রান্ত হয়ে গত সোমবার থেকে তিনি দক্ষিণ কলকাতার বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ ভাল আছেন। তার জ্বর নেই। স্বাদ-গন্ধ সবই পাচ্ছেন। গতকাল রাতে স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন এবং ঘুমিয়েছেন। এরপর হাসপাতাল সিদ্ধান্ত নেয়, সৌরভকে ছেড়ে দেওয়া হবে। আগামী কয়েকদিন বেহালার বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।

সৌরভকে স্টিম থেরাপি দেওয়া হয় হাসপাতালে। সঙ্গে ককটেল থেরাপিও। ককটেল থেরাপি দেওয়া মানে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার চিকিৎসা। তার যেহেতু হার্ট অ্যাটাকের কোমর্বিডিটি রয়েছে, তাই ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা। সৌরভের শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক। অক্সিজেনের মাত্রা ঠিকই রয়েছে।

বছরের শুরুতে হৃদযন্ত্রের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সৌরভকে। তখনই হার্টে জোড়া স্ট্রেন বসেছে তার। তারপর থেকে কিছুটা বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হয়েছে বোর্ড প্রেসিডেন্টকে। তার মধ্যে মুম্বই থেকে দুবাই, আবার দিল্লী থেকে লন্ডন গিয়েছেন। সামলেছেন বোর্ডের দায়িত্ব। সামনেই আইপিএলের মেগা নিলাম তার জন্যও প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। তার মধ্যে বৃহস্পতিবার ভারতীয় দলের টেস্ট জয় দেখেছেন হাসপাতালের বেডে শুয়ে। তারপরে টুইটও করেছেন মেজাজী ঢঙে। সৌরভ লিখেছেন, ‘‘দারুণ জয়, দক্ষিণ আফ্রিকাকে আরও ভাল খেলতে হবে ভারতকে হারাতে গেলে, বছরের শুরুতে সবাই ভাল থাকবেন।’’

XS
SM
MD
LG