অ্যাকসেসিবিলিটি লিংক

১০ উইকেট এক ইনিংসে, এজাজ রেকর্ড গড়লেন ভারতীয় দলের বিরুদ্ধে


মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের মোহাম্মদ সিরাজের উইকেট নেয়ার পর নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল তার সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন। (ছবি-এএফপি/পুনিত পরাঞ্জপে)
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের মোহাম্মদ সিরাজের উইকেট নেয়ার পর নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল তার সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন। (ছবি-এএফপি/পুনিত পরাঞ্জপে)

মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের বোলার এজাজ প্যাটেলের কাছেই পড়ল ভারতের সবকটি উইকেট। একা ১০ ইউকেট নিয়ে বিরল রেকর্ড ছুঁলেন ভারতীয় বংশোদ্ভূত এই কিউয়ি বোলার।

ভারতীয় বংশোদ্ভূত এজাজ প্যাটেলকে 'ঘরের ছেলে' বলছেন অনেক ভারতীয়ই। সেই তার ঝুলিতেই জমা হল ভারতের এক ইনিংসের সব কটি উইকেট। এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ড ক্রিকেটের ইতিহাসে বিরল। এর আগে মাত্র দুজন এমনটা করতে পেরেছেন। সেই হিসেবে এজাজ প্যাটেলের নাম রেকর্ড তালিকায় তিন নম্বরে যুক্ত হল।

মুম্বইয়ে টুর্নামেন্টের দ্বিতীয় টেস্ট খেলছে ভারত-নিউজিল্যান্ড। প্রথম দিনে তার ঝুলিতে যায় শুভমন গিল, কোহলি, শ্রেয়স আইয়ার এবং পুজারাদের মতো গুরুত্বপূর্ণ উইকেট। একসময় ৮০ রানে তিন উইকেট পড়ে যায় ভারতের। কিন্তু এজাজ প্যাটেলের বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন মায়াঙ্ক আগরওয়াল।

দ্বিতীয় দিনের শুরু থেকেই ফের চমক দেখাতে শুরু করেন এজাজ। ওয়াংখেড়ের মাঠে তার শিকার হন ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন। এমনকি সেঞ্চুরি হাঁকানো মায়াঙ্ককেও প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন এজাজ প্যাটেল। তার ঝুলিতেই গেছে সবকটি উইকেট। ভারতের রান প্রথম ইনিংস শেষে ৩২৫।

প্রথম ইনিংসে খেলতে নেমে আশাব্যঞ্জক ফল করতে ব্যর্থ হয়েছেন কিউয়িরা। মাত্র করেছেন ৬২ রান।

XS
SM
MD
LG