অ্যাকসেসিবিলিটি লিংক

আরিয়ানের জামিনদার হলেন জুহি চাওলা, তবে রিলিজ অর্ডার পৌঁছতে দেরির কারণে শুক্রবারও জেলেই থাকতে হবে


বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকের মামলায় গ্রেপ্তারের পর 8 অক্টোবর, ২০২১ সালে মুম্বাইতে জামিনের আবেদনের শুনানির জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) কর্মকর্তারা আদালতে নিয়ে যান। (ছবি পুনিত পরাঞ্জপে/এএফপি)
বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকের মামলায় গ্রেপ্তারের পর 8 অক্টোবর, ২০২১ সালে মুম্বাইতে জামিনের আবেদনের শুনানির জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) কর্মকর্তারা আদালতে নিয়ে যান। (ছবি পুনিত পরাঞ্জপে/এএফপি)

ভারতের মুম্বইয়ের আর্থার রোড জেলে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান। বৃহস্পতিবার হাইকোর্ট তাঁর জামিনের নির্দেশ দেয়। তার পরে ২৪ ঘণ্টা কেটে গেলেও জেল থেকে মুক্তি পাননি শাহরুখ পুত্র।

একটি সূত্রে খবর, রিলিজ অর্ডারের কপি শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত জেলে পৌঁছয়নি। জেল সুপারিনটেনডেন্ট নীতিন ওয়েচাল বিকাল পাঁচটা ৩৫ মিনিট পর্যন্ত রিলিজ অর্ডারের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু সেই অর্ডার তিনি পাননি।

মাদক মামলায় অভিযুক্ত আরিয়ানকে হাইকোর্ট জামিনের ১৪ টি শর্ত দিয়েছে। আদালত বলেছে, পুলিশকে না জানিয়ে তিনি মুম্বইয়ের বাইরে যেতে পারবেন না। প্রতি শুক্রবার তাঁকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসে হাজিরা দিতে হবে। তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। জামানত হিসাবে দিতে হবে ১ লক্ষ টাকা। হাইকোর্ট আরও বলেছে, বিনা অনুমতিতে আরিয়ান দেশ ছাড়তে পারবেন না। জামিনে মুক্ত থাকা অবস্থায় তিনি মাদক সেবন করতে পারবেন না। তাঁর সহ-অভিযুক্ত আরবাজ মার্চেন্টের সঙ্গে যোগযোগ করতে পারবেন না।

আরিয়ান খানের জামিনদার হলেন জুহি চাওলা

ওদিকে শুক্রবার বিকেলে শাহরুখ পুত্র আরিয়ানের হয়ে বিশেষ এনডিপিএস কোর্টে এক লাখ রুপির বন্ডে সই করেন জুহি চাওলা। জামিনদার জুহির ব্যাপারে আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডের সংযোজন, পেশার জগতে শাহরুখের সঙ্গে দীর্ঘ আলাপের সূত্রে জুহি আরিয়ানকে তাঁর জন্মের সময় থেকে চেনেন।

শুক্রবারই মাদক কাণ্ডে ব্ররহস্পতিবার জামিন পাওয়া আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচার জামিনের শর্ত প্রকাশ করে হাইকোর্ট। আরিয়ানের জেলের বাইরে বেরনোর যাবতীয় আইনি প্রক্রিয়া সাড়ে ৫টার মধ্যে মিটিয়ে ফেলতে হবে বলে আগে থেকেই পেপারওয়ার্ক শুরু করেন তাঁর আইনজীবীরা। মানেশিন্ডে জামিনের শর্ত বেরনোর পরই এনডিপিএস কোর্টে হাজির হন। বলেন, "বম্বে হাইকোর্টের আদেশের অপারেটিভ অংশটা পেয়েছি। জামিনদারের মতো বাকি সব আনুষ্ঠানিকতা সেরে ফেলার চেষ্টা করছি। আমার আইনি টিম সব করছে।"

জুহি যখন সাক্ষীর বক্সে দাঁড়িয়ে, মানেশিন্ডে আদালতকে বলেন, "উনি জামিনদার হচ্ছেন। পাসপোর্টে ওনার নাম আছে। আধার কার্ডও আছে।" আরবাজ, মুনমুনের হয়ে মামলা না লড়লেও ওঁদেরও ছেড়ে দেওয়ার আবেদন করেন মানেশিন্ডে। তিনি বলেন, "রিয়া চক্রবর্তীর মামলায়ও এমনটা হয়েছিল। রিয়া জামিন পেয়ে বেরতেই বাকিরাও জামিন পান।"

এনডিপিএস কোর্ট জুহির যাবতীয় নথি খতিয়ে দেখে। তারপর বাকি ফর্ম্যালিটি পূরণ করেন জুহি। মানেশিন্ডে জানান, "জামিনের সব প্রস্তুতি সারা। জামিনদার জুহি চাওলাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। শীঘ্রই আরিয়ান বেরিয়ে আসবেন। জুহি ওঁকে জন্মের সময় থেকেই চেনেন। উনি জামিনের বন্ডে সই করেছেন।"

একসঙ্গে নব্বইয়ের দশকে একাধিক ছবিতে কাজ করেছেন জুহি চাওলা ও শাহরুখ খান। রাজু বন গয়া জেন্টলম্যান, ডর, ইয়েস বস.... তালিকাটা দীর্ঘ। জুহি চাওলা অভিনয় ছাড়ার পরও শাহরুখ খানের ব্যবসায়িক সংস্থার পার্টনার। আইপিএলে কেকেআরের জার্সিতেও দুজনকে মাঠে দেখা গিয়েছে। কিং খান —জুহি পার্টনারশিপ কয়েক দশক পেরিয়ে আজও অটুট রয়েছে।

XS
SM
MD
LG