অ্যাকসেসিবিলিটি লিংক

অবসরের সিদ্ধান্ত নিলেন সানিয়া মির্জা, চলতি মরশুমই শেষ


ভারতের সানিয়া মির্জা এবং সঙ্গী বারবোরা স্ট্রাইকোভা অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর এবং চীনের ঝাং শুয়াইয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের মহিলা ডাবলস ম্যাচ খেলছেন। ২০ জানুয়ারী, ২০১৭। (ছবি-এপি/এন্
ভারতের সানিয়া মির্জা এবং সঙ্গী বারবোরা স্ট্রাইকোভা অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর এবং চীনের ঝাং শুয়াইয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের মহিলা ডাবলস ম্যাচ খেলছেন। ২০ জানুয়ারী, ২০১৭। (ছবি-এপি/এন্

অবসরের সিদ্ধান্ত নিয়ে নিলেন সানিয়া মির্জা। বুধবার তিনি এ খবর জানিয়েছেন মিডিয়াকে। তিনি বলেছেন, "জানি না চলতি মরশুমটা শেষ করতে পারব কিনা, তবে আর কোর্টে নামব না সামনের বছর।"

চোট সারিয়ে তিনি ফিরেছিলেন কোর্টে। চলতি অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা ডাবলসের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন। খেলা শেষে সংবাদমাধ্যমকে বলেছেন, "চলতি মরশুমের পরে আর নামব না। কারণ খেলতে গেলে যে শারীরিক সক্ষমতা দরকার, সেটি রয়েছে কিনা আমাকে বুঝে নিতে হবে।"

সানিয়া আরও বলেছেন, ‘‘আমার শরীরের অবনতি ঘটছে। চোট লাগলে তা ঠিক হতেও অনেক বেশি সময় লাগছে এখন। বয়সের কারণেই হয়তো এমনটা হচ্ছে মনে হয়। তাছাড়া আমার ৩ বছরের বাচ্চাও রয়েছে। ওকে ছেড়ে আমাকে নানা জায়গায় যেতে হচ্ছে, এটিও কষ্টকর। তাই আমাকে সবকিছু ভাবতে হবে।’’

চলতি অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে ইউক্রেনের পার্টনার নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নেমেছিলেন সানিয়া। কিন্তু প্রতিপক্ষ কাজা ও তামারার কাছে স্ট্রেট সেটে পরাস্ত হন তাঁরা। মাত্র ৩৭ মিনিটের লড়াইয়ে সানিয়াদের ৪-৬, ৬-৭(৫) হারায় প্রতিপক্ষ। এদিন খেলা শেষে সানিয়া পরিষ্কার বলেছেন, ‘‘একটা সময় খেলার সময় আমার পা কাঁপছিল, জানি না কেন। এই সমস্যা প্রথম অনুভব করলাম। এজন্য হেরেছি বলব না, কিন্তু মনে হচ্ছে এটিও হারের অন্যতম কারণ।’’

২০০৩ সালে পেশাদার টেনিসে অভিষেক হয় সানিয়ার। বিভিন্ন তারকার সঙ্গে জুটি বেঁধে একের পর এক সাফল্যের শিখর ছুঁয়েছেন সানিয়া। তার সংগ্রহে রয়েছে মোট ছটি ডাবলস গ্র্যান্ড স্লাম খেতাব। ২০০৭ সালে প্রথম ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে সিঙ্গলসে প্রথম একশোয় থাকার নজির গড়েছিলেন তিনি। ক্রম তালিকায় উঠে আসেন ২৭ নম্বর স্থানে।

XS
SM
MD
LG